Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁচামালের ঘোষণায় এলো তৈরি পণ্য

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ইন্ডাস্ট্রিয়াল মেশিন পার্টস, জিপার, বাটনের চালানে এসেছে ঘোষণা বহির্ভূত তৈরি পণ্য। গতকাল বুধবার চালানটি খুলে মিথ্যা ঘোষণার প্রমাণ পেয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ চালানটির মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা শুল্কফাঁকির চেষ্টা হচ্ছিল বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার নূর উদ্দিন মিলন। ঢাকার তেজগাঁও শিমু ট্রেডিং হাউসের নামে হংকং থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। কম শুল্কের কাঁচামাল আমদানির ঘোষণা দিয়ে সেখানে আনা হয় উচ্চশুল্কের তৈরি পণ্য। চালানটিতে ৮৩ হাজার ৫০০ পিস স্কার্ফ, ১ লাখ পিস ইনসুলিন সিরিঞ্জ, ৩৭৯ জোড়া জুতা, ৩ পিস সাইকেল, ১১৩ পিস লেডিস ব্যাগ, ৪০ পিস ঘড়ি, ১০ দশমিক ৮ লিটার শ্যাম্পু, ৩ লিটার ফেস ওয়াশ এবং ২ সেট এয়ার কন্ডিশনার পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঁচামাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ