পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : দেশেই তৈরি হবে সুতা তৈরির কাঁচামাল। এজন্য দেশি পাট থেকে সুতা তৈরির প্রধান কাঁচামাল ভিসকস তৈরি করা হবে। এতে প্রযুক্তিগত সহায়তা দেবে চীন। বিজেএমসির মিলগুলোতে শুধু কারিগরি সহায়তাই নয় প্রয়োজনে আর্থিক বিনিয়োগও করবে চীন। পাশাপাশি সরকারি পাটকলগুলোর মানোন্নয়ন করা হবে। এ বিষয়ে সম্প্রতি একটি মিনিউটস অব ডিসকাশন ‘এমওডি’ স্বাক্ষরিত হয়। চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনমিক অ্যান্ড টেকনিকাল কো-অপারেশন (সিটিইএক্সআইসি) ও বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এতে স্বাক্ষর করে। প্রসঙ্গত ভিসকস দেখতে সুতার মতো কিন্তু তার থেকেও সূ²। এটা ব্যবহার হয় তুলার বিকল্প হিসেবে সুতা তৈরির কাজে। তবে শুধু গবেষণাগার নয় এই ভিসকসের ব্যবহার এখন বিশ্বজুরে সুতা তৈরির কারখানাগুলোতে হচ্ছে। তুলার উৎপাদন কমে আসায় গত বছর বাংলাদেশ প্রায় ৬৫০ কোটি টাকার ৩৩ হাজার ৭৩৭ টন ভিসকস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে। এর মধ্যে চীন ও ভারত রয়েছে। এমওডি অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বাংলাদেশ ও চীন বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে চীন বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। দুই দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার হচ্ছে। সেজন্য বস্ত্র ও পাটখাতে বাংলাদেশ চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়। বস্ত্র ও পাটখাতের রপ্তানি বৃদ্ধি, আধুনিকায়ন এবং পাট পণ্যের বহুমুখী দ্রব্য উৎপাদন, বাজার সম্প্রসারণ বিষয়ে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বিনিময় প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। চীনের ভাইস মিনিস্টার ওয়াং টিনকাই বলেন, চীন সারাবিশ্বের চাহিদার ১৭ ভাগ সুতা উৎপাদন করে থাকে। কিন্তু দিন দিন চীনের উৎপাদন কমছে। কেননা চীনে প্রাকৃতিক উৎস থেকে কাঁচামাল কমে আসছে। বিপরীত দিকে বাংলাদেশে প্রচুর কাঁচামাল রয়েছে কিন্তু প্রযুক্তিগত স্বল্পতা রয়েছে। আমরা কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে ভিসকস উৎপাদন করতে চাই। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল ও বিজেএমসির মধ্যে এ এমওডি স্বাক্ষর হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।