পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সর্বোচ্চমানের রেফ্রিজারেটর কম্প্রেসর এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। দেশ-বিদেশে রয়েছে এ খাতের বিশাল সম্ভাবনাময় বাজার। কিন্তু দেশে এই প্রযুক্তি শিল্প বিকাশের পথে বড় অন্তরায় বিদ্যমান শুল্ককাঠামো। তাই স্থানীয় পর্যায়ে কম্প্রেসর তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানির শুল্ক কমানোর দাবি জানিয়েছেন এ শিল্পের বিনিয়োগকারীরা।
সূত্রমতে, বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি রেফ্রিজারেটর কম্প্রেসর আমদানিতে রয়েছে ৫ শতাংশ কাস্টমস ডিউটি। অথচ বাংলাদেশে কম্প্রেসর উৎপাদন শিল্পে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে ১০.৭২ থেকে ২৮.৭২ শতাংশ কাস্টমস ডিউটি দিতে হচ্ছে। অর্থাৎ, উৎপাদনের চেয়ে আমদানি বেশি লাভজনক। যা দেশীয় শিল্প বিকাশে অন্তরায়। এর ফলে ঝুঁকির মুখে এ খাতের বিশাল বিনিয়োগ।
জানা গেছে, কম্প্রেসর তৈরির অন্যতম কাঁচামাল বা উপাদনের মধ্যে অ্যালুমিনিয়াম উন্ডিং ওয়্যার, লেভেল, রিভেট, স্টিল পিন, স্পেসিং স্লিভ, রাবার গ্রুমেট, রাবার প্লাগ, রাবার ক্যাপ, ক্ল্যাম্পিং স্লিভ আমদানিতে ২৮.৭২ শতাংশ এবং সাসপেনশন স্প্রিং, গ্যাসকেট, ওয়েল্ডিং ওয়্যার, ইনসুলেশন লেয়্যার আমদানিতে ১৫.৭২ শতাংশ কাস্টমস ডিউটি ধার্য করা আছে। এছাড়া, লেসিং কর্ড আমদানিতে শুল্ক দিতে হচ্ছে ১০ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।