নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রিমিয়ার বিভাগ দাবা লিগের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ দল এক লাখ টাকা প্রাইজমানি পেল। মঙ্গলবার শেষ হওয়া এবারের প্রিমিয়ার দাবায় পুলিশ ১১ খেলায় পূর্ণ ২২ পয়েন্টে পেয়ে অপরাজিত থেকে প্রথমবারের মতো শিরোপা জিতেছে। লিগের শেষ রাউন্ডে তারা ৩.৫-০.৫ পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। পুলিশ দলের হয়ে খেলেছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার যোবাভা বাহাদুর, মিখাইল মেচডলিশভ্যালি, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব এবার ২০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। শেষ রাউন্ডে তারা ৪-০ পয়েন্টে হারায় সোনারগাঁও চেস ক্লাবকে।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটরিয়াম লাউঞ্জে প্রিমিয়ার দাবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়নসহ অন্যান্য দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (স্পোর্টস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান) এফ, এম, ইকবাল বিন আনোয়ার ডন। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে, এম শহিদউল্যা ও বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মোশারফ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবা ফেডারেশনের আরেক সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান গাজী সাইফুল তারেক। রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব পুরস্কার পেয়েছে ৬০ হাজার টাকা প্রাইজমানি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।