Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়েটে দুদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স বুধ ও বৃহস্পতিবার

১০টি দেশের ২৫০বিজ্ঞানী অংশ নেবেন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ৩:২৮ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ১৮ ও ১৯ ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী আন্তর্জাতিক আইসিপিএসডিটি (ICPSDT) শীর্ষক কনফারেন্স চুয়েটে অনুষ্টিত হবে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কনফারেন্স চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, ফ্রান্স, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া, হংকং, নাইজেরিয়া ও বাংলাদেশ সহ ১০টি দেশের প্রায় ২৫০জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, উদ্যোক্তাগন অংশগ্রহন করবেন। আরো জানানো হয় এবার প্রাথমিকভাবে গৃহীত ১৮৯টি অ্যাবস্ট্র্যাক্ট (গবেষনা প্রবন্ধ) এর মধ্যে থেকে ১৫৭টি গবেষনা প্রবন্ধ (৮৮টি ঙৎধখ এবং ৬৯টি Presentation কনফারেন্সে উপস্থাপনের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড.স্বপন কুমার রায় সহ বিভাগের অধ্যাপকবৃন্দ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ