মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গজনি প্রদেশে এ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জানা যায়, বিস্ফোরণের সময় হতাহতরা সবাই একটি মিনিবাসে ছিলেন। গাড়িটির চাকার চাপেই ভূমি মাইনটি বিস্ফোরিত হয়। কেউ হামলার দায় স্বীকার না করলেও, তালেবানের প্রতি সন্দেহের তীর পুলিশ বিভাগের।
গজনির প্রদেশের গভর্নরের মুখপাত্র আরেফ নুরি জানিয়েছেন, এ বিস্ফোরণে চার মহিলা ও এক শিশুসহ মোট ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ছয় বেসামরিক আফগান।
কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রীর উপ-মুখপাত্র মারওয়া আমিনী জানান, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবান চলমান আলোচনার বিরতি দেয়ার একদিন পরেই এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এর দায় কেউ স্বীকার না করলেও এ ঘটনার জন্য তালেবানকে সন্দেহ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।