Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৫ পিএম

আফগানিস্তানের বাগরামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন।

বুধবারের (১১ ডিসেম্বর) পারওয়ান প্রদেশে অবস্থিত ঘাঁটির দক্ষিণ প্রবেশদ্বারে এ হামলা হয়। এতে আহত পাঁচজনই আফগান নাগরিক। পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার এ তথ্য জানিয়েছেন।

আফগান ও ন্যাটো কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, হামলায় পাঁচজন আহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের জন্য নির্মিত একটি মেডিকেল স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন মিশনের সহায়তায় এ মেডিকেল স্থাপনাটি পরিচালিত হয়। তবে এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি। এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ওয়াহিদা শাহকার আরো বলেন, হামলাকারীরা ঘাঁটিতে প্রবেশ করার চেষ্টা করলে মার্কিন বাহিনীর সঙ্গে তাদের প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। হামলাটি দ্রæত প্রতিহত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ