Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবলিক প্লেসেই গণধর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ধর্ষণ যেন মহামারী রূপ নিয়েছে ভারতে। সম্প্রতি ক্ষমতাসীন দল বিজেপি শাসিত দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনা বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দেয়। কয়েক দিনের ব্যবধানে ফের খবরের শিরোনামে উঠে আসল এই রাজ্য। এবার কোচিং ক্লাসে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হলেন ১৯ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে চারজন মিলে তাঁকে ধর্ষণ করে। পুলিশের দাবি, পাবলিক প্লেসেই তরুণীকে ধর্ষণ করা হয়েছে। গত ২৯ নভেম্বর উত্তরপ্রদেশের অউরৈয়া জেলায় এই ঘটনাটি ঘটেছে। তবে, ঘটনাটি সামনে এসেছে সোমবার। অভিযুক্তদের একজন সেনাসদস্য বলে সন্দেহ করছে পুলিশ। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি। নির্যাতিতা ওই ছাত্রীর পরিবার এফআইআর দায়ের করেছে। এফআইআর থেকে জানা গেছে, ২৯ নভেম্বর কোচিং ক্লাসে যাওয়ার সময় ওই তরুণীকে রাস্তা থেকে অপহরণ করা হয়। অউরৈয়ার পুলিশ সুপার সুনীতি সোমবার জানান, ওই ছাত্রী কোচিং ক্লাসে যাওয়ার সময় একটি গাড়ি তার রাস্তা আটকে দাঁড়ায়। চোখের নিমেষে তাকে গাড়িতে তুলে চম্পট দেয় অভিযুক্তরা। গাড়িতে ছিল চারজন। একটু দূরে নিয়ে গিয়ে, চারজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, এই গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত একজন সেনাসদস্য। এলাহাবাদে পোস্টিং রয়েছে তার। পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত এলাহাবাদে সেনার কোন ব্যাটালিয়নে রয়েছে, তা জানার চেষ্টা চলছে। টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ