পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফ্রিজে কাঁচা মাছ- গোশতের সঙ্গে রান্না মাছ-মাংসের তরকারি অস্বাস্থ্যকর পন্থায় সংরক্ষণ করায় কাবাব ফ্যাক্টরি ও অ্যাশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার উত্তরায় অভিযান চালিয়ে এ জরিমানা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি সাংবাদিকদের জানান, উত্তরার ৬ নম্বর সেক্টরে কাবাব ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি ফ্রিজে কাঁচা মাছ-গোশতের সঙ্গে রান্না করা মাছ, গোশতÍ অস্বাস্থ্যকর পন্থায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। এ অপরাধে কাবাব ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন ৭ নম্বর সেক্টরে অবস্থিত অ্যাশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।