Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলিতে জাপানি সাহায্য সংস্থার প্রধানসহ আফগানিস্তানে নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৮ পিএম

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দেশটিতে কর্মরত জাপানের সাহায্য সংস্থার প্রধানসহ ছয়জন নিহত হয়েছেন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে। বুধবার শহরের তাদের বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে বন্দুকধারী গুলি ছুড়লে এ নিহতের ঘটনা ঘটে।  নিহত ওই জাপানি সংস্থার প্রধানের নাম ডা. তিশতু নাকামুরা। তিনি পিস জাপান মেডিকেল সার্ভিসের প্রধান হিসেবে আফগানিস্তানে কাজ করছিলেন। এক দশকের বেশি সময় ধরে দেশটির উত্তরাঞ্চলে মানবিক সহায়তামূলক এসব কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ডা. নাকামুরা আফগানিস্তানের সম্মানসূচক নাগরিকত্ব পান।

আলজাজিরা জানায়, বুধবার ডা. তিশতু নাকামুরাকে হত্যার উদ্দেশে তার গাড়ি বরাবর গুলি ছুড়ে বন্দুকধারী। এতে ডা. তিশতুসহ তার সঙ্গে থাকা চার আরোহী ও গাড়িচালক ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর পরই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ