বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৪ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় রাজধানী ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারী এটিএম কামাল জানান, এর আগে তিনি ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তিনি শহরের নাগবাড়ি এলাকার নিজ বাড়িতে স্ট্রোক করেন। পরে তাকে রাজধানীতে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে রাখা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরণ করেন।।
তিনি আরো জানান, মরদেহ ঢাকা থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হচ্ছে। নারায়ণগঞ্জে আসার পরই আমরা সবাইকে মরহুমের জানাযার স্থান জানিয়ে দিবো। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। প্রসঙ্গত ফেরদৌস দীর্ঘদিন ধরে চোখ ও পায়ের সমস্যাজনিত রোগে ভুগছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।