Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীরাজ্যে ধর্ষণ ৭০-এর বৃদ্ধাকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের শোনভদ্রের ঘটনা। সোমবার পুলিশ অভিযুক্ত রাম কিষণকে গ্রেফতার করেছে। ১ ডিসেম্বরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। সাংঘাতিক এই ঘটনায় বিবরণ দিতে গিয়ে সারকেল অফিসার জানিয়েছেন, ‘তথ্য পাওয়ার পরই এফআইআর দায়ের হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বৃদ্ধার চিকিৎসা চলছে।’ সোমবারই যোগী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যে মহিলাদের উপর অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, উত্তরপ্রদেশে মেয়েদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। রোজ ধর্ষণের ঘটনা ঘটছে। ক্ষমতায় আসার পরও বেটি বাঁচাও বেটি পড়াওয়ের প্রচারকরা অমানবিক ঘটনাহগুলি রুখতে ব্যর্থ হচ্ছে। নাবালিকারাও এখন নৃশংসতার শিকার। হায়দরবাদে পশু চিকিৎসককে নৃশংস গণধর্ষণের পর তাঁকে পুড়িয়ে খুন করার ঘটনায় দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। দোষীদের সবচেয়ে কঠিন শাস্তির পক্ষে সওয়াল করছেন সাধারণ থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ