প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১ ফ্রোজেন টু
২ ফোর্ড ভার্সেস ফেরারি
৩ এ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড
৪ টোয়েন্টি ওয়ান ব্রিজেস
৫ প্লেয়িং উইথ ফায়ার
ফ্রোজেন টু
২০১৩’র ব্লকবাস্টার এনিমেশন ‘ফ্রোজেন’-এর সিকুয়েল ‘ফ্রোজেন টু’ পরিচালনা করেছেন জেনিফার লি এবং ক্রিস বাক। প্রথম পর্ব এরা দুজনই পরিচালনা করেছিলেন, এছাড়া বাক আলাদাভাবে পরিচালনা করেছেন ‘টারজান’ (১৯৯৯) এবং ‘সার্ফস আপ’ (২০০৭)।
এক ভীতিকর সুর শোনার পর এলসার (ভয়েস : ইডিনা মেনজেল) মনে পড়ে তাকে আর তার বোন অ্যানাকে (ভয়েস : ক্রিস্টেন বেল) তাদের বাবা (ভয়েস : আলফ্রেড মোলিনা) তাদের শৈশবে এক মায়াবী বনের গল্প বলেছিল যেটি ছিল নর্থালড্রা গোত্রের আবাস। কোনও ভাবে সেই সুরকে তাড়াতে না পেরে এলসা এক বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়ে উত্তরের আহটিহালানের উদ্দেশে, বের করতে হবে গোত্রের সদস্যদের কী হয়েছিল। জানতে হবে তার ক্ষমতার রহস্য। এলসা জানে এই অভিযান হবে বিপজ্জনক। তাই আনা যখন তার সঙ্গে যেতে চায় সে তাকে ফিরিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু সে নাছোড় বান্দা। স্নোম্যান ওলাফ (ভয়েস : জশ গ্যাড) তার সঙ্গে যোগ দেয়।রেইনডিয়ার স্ভেনও সঙ্গ নেয়। প্রেমপাগল ক্রিস্টফও (ভয়েস : জনাথান গ্রফ) যোগ দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।