Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ শিক্ষার্থীর সাজা

ইবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দশ শিক্ষার্থীকে সাজা প্রদান করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২৪৮তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। ক্যাম্পাসের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে জানা যায় , পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের দশ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা হচ্ছেন- লোক প্রশাসন বিভাগের মং সিং ওয়াং মারমার তৃতীয় বর্ষের সব কোর্সের পরীক্ষা এবং গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের মুন্নাফ আলী এবং একই বিভাগের ও শিক্ষাবর্ষের রাশেদ পারভেজ এবং পরিসংখ্যান বিভাগের ফাহমিদা আক্তার নিশীর প্রথম সেমিস্টারের সব কোর্সের পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের প্রীতম মজুমদারের ৪০৬ নং কোর্সের এবং একই বিভাগের তৃতীয় বর্ষের নাজমুল হুদার ৩০৩ নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের সিহাব আহমেদ তুহিনের নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০১ নং কোর্সের এবং একই বিভাগের ফিরোজ আহমেদের ৩০১ নং কোর্স ও মোহাম্মদ আলী হোসাইনের ৪০১ নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়াও পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা অন্তরা চৌধুরীর ২০৬ নং কোর্সের পরীক্ষা বাতিল করেছে প্রশাসন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাজা

২৭ জানুয়ারি, ২০২০
২৯ নভেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ