নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়েস্ট ইন্ডিজের বোলার রাহিম কর্নওয়াল অভিষেকের আগেই সাড়া ফেলে দিয়েছিলেন তার ওজন দিয়ে। ১৪০ কেজি ওজনের এই ক্যারিবীয়ান ভেঙে ফেলেছিলেন ক্রিকেটের ১০০ বছরের পুরোনো রেকর্ড। এবার বল হাতেও দেখালেন ঝলক। ভারতের লক্ষ্মৌর একানা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৮৭ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। বিশালাকার এ বোলার ৭ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দেন আফগানদের ব্যাটিং লাইনআপ।
ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দলীয় ১৮ রানেই দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রাহকিম কর্নওয়াল। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (১৭) আউট করে আফগান ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ শুরু করেন দৈত্যাকার এ বোলার। এরপর একে একে তুলে নেন আফগানদের আরও ৬ উইকেট। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এ বোলার ৭৫ রানের বিনিময়ে নিয়েছেন ৭ উইকেট। এছাড়া উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার নিয়েছেন ২ উইকেট। আফগান ব্যাটসম্যান জাভেদ আহমাদী করেন সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া আমির হামজা ৩৪ ও আফসার জাজাই করেন ৩২ রান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই এমন আগুনঝরা বোলিং করা রাহকিম কর্নওয়ালের অভিষেক হয়েছে এ বছরই ভারতের বিপক্ষে। অভিষেকেই আলোড়ন তুলেছিলেন তিনি।
এরপর টেস্টের প্রথম দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে তুলেছে ৬৮ রান। আফগানিস্তানের চেয়ে ১১৯ রান পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিন শুরু করবে ক্যারিবীয়রা। ক্যাম্পবেল ৩০ ও ব্রুকস ১৯ রান অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৬৮.৩ ওভারে ১৮৭ (ইব্রাহিম ১৭, আহমেদি ৩৯, ইহসানউল্লাহ ২৪, জাজাই ৩২, হামজা ৩৪, আহমেমদজাই ১৮; হোল্ডার ২/২২, কর্নওয়াল ৭/৭৫, ওয়ারিকান ১/৩৫)
ওয়েস্ট ইন্ডিজ : ২২ ওভারে ৬৮/২ (ব্রাইথওয়েট ১১, ক্যাম্পবেল ৩০*, হোপ ৭, ব্রুকস ২৯*; হামজা ১/২৫, রশিদ ১/২৪)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।