মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ের স্থানীয় পরিষদ নির্বাচনে গণতন্ত্রপন্থিদের বড় জয়ের পর নতুন চাপে পড়েছে সরকার। জনগণের কথা ‘খোলা মন’ নিয়ে গুরুত্বের সঙ্গে শোনার অঙ্গীকার করেছেন প্রধান নির্বাহী ক্যারি লাম। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, রোববারের নির্বাচনে হংকংয়ের ১৮টির মধ্যে ১৭ টি পরিষদের নিয়ন্ত্রণই পেয়েছে গণতন্ত্রপন্থিরা। ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। হংকংয়ে কয়েকমাস ধরে চলা বিক্ষোভ-সংঘর্ষর পর নির্বাচনের এ ফল নেতা ক্যারি লামের নেতৃত্বে চপেটাঘাত এবং বিক্ষোভকারীদের আন্দোলনে জনসমর্থনেরই বহিঃপ্রকাশ। চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে গত জুন থেকে সরকার বিরোধী আন্দোলন চলছে। টানা আন্দোলনে এশিয়ার গুরুত্বপূর্ণ এ বাণিজ্য নগরীর অর্থনীতিতে মন্দাভাবও দেখা দিয়েছে। নগরীর চীনপন্থি সরকার নানা ভাবে চেষ্টা করেও আন্দোলন থামাতে ব্যর্থ হয়েছে। হংকং থেকে চীনের মূল ভূখ-ে বন্দি প্রত্যর্পণ নিয়ে প্রস্তাবিত যে বিল নিয়ে গত জুন থেকে আন্দোলন শুরু হয়েছিল ক্যারি লাম সরকার চাপের মুখে নত হয়ে শেষ পর্যন্ত ওই বিল বাতিল ঘোষণা করে। কিন্তু তাতেও আন্দোলনের বেগ বিন্দুমাত্র কমেনি। বিক্ষোভকারীরা চীনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করেছে। অন্যদিকে চীন গুরুত্বপূর্ণ এ বাণিজ্য নগরীর নিয়ন্ত্রণ কিছুতেই আলগা করতে রাজি নয়। যার ফলে হংকংয়ে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় পরিষদ নির্বাচন ওই অচলাবস্থা ভেঙ্গে হংকংকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। হয়ত এ আশাতেই এবার স্থানীয় পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। বিবিসি জানায়, রোববার ৭১ শতাংশের বেশি ভোট পড়েছে। এরপরই সোমবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে লাম বলেছেন, তার সরকার ভোটের ফলকে সম্মান করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।