Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ ১৬ বছর পর সিলেটে দক্ষিণ সুরমা আ’লীগের সম্মেলন কাল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৬:১৪ পিএম

সিলেটের প্রবেশদ্বার দক্ষিণসুরমা উপজেলা। আন্ত:জেলা সংযোগ সহ সরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্টান, টার্মিনাল এই উপজেলার মধ্যে। কিন্তু এই উপজেলায় শাসক দল আওয়ামীলীগের রাজনীতিক ইতিহাস খুবই নাজুক। দীর্ঘ ১৫ বছর ধরে সম্মেলন হয়নি , মেয়াদোর্ত্তীণ কমিটি নির্ভর চলছে আওয়ামীলীগ। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ২০০৫ সালে সর্বশেষ এ উপজেলা কমিটি গঠন করা হয়। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মতো সরকারও গঠন করেছে। তবুও এ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে কোন পরিবর্তন আসেনি, বরং বন্ধ্যাত্ব সৃষ্টি করে রাজনীতিক নেতৃত্ব ধ্বংসের মাধ্যমে নিজস্ব ব্যক্তি কেন্দ্রিক জী মার্কা বলয়ে নিয়ন্ত্রন করা হয়েছে দলকে। এ কারণে নেতাকর্মীদের মাঝে রয়েছে ক্ষোভ। এতে করে প্রতিশ্রুতিশীল অনেক রাজনীতিক নেতাকর্মী নেতৃত্বহীন। জ্বী- হুজুর মার্কা কমিটির কারনে আওয়ামীলীগে থাকায় সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর অবস্থাও লেজেগোবরে। সিলেটের রাজনীতির কৌশলগত অবস্থান দক্ষিণ সুরমা হওয়ায় এই উপজেলায় বিএনপি-জামাতের রাজনীতিক নেতৃত্ব অনেক শক্তিশালী। আওয়ামীলীগের রাজনীতিকে পকেটবন্দি করতে যেয়ে গ্রুপ,উপ-গ্রুপ, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, শ্রদ্ধাহীন পরিবেশ জিইয়ে রাখা হয়েছে।এ অবস্থায় কেন্দ্রের নির্দেশে অবশেষে দলের সম্মেলনে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সৃষ্টি হয়েছে। আগামীকাল ২৫ নভেম্বর দলের বহুল প্রত্যাশিত সম্মেলন। সোমবার বেলা ১১টায় উপজেলার কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে মঞ্চ-প্যান্ডেল তৈরীর কাজ শেষ পর্যায়ে। সিলেট-জকিগঞ্জ সড়কে অসংখ্য তোরণ নির্মিত হয়েছে। সম্মেলন প্রাঙ্গণের আশপাশ বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সম্মেলন স্থলের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহ আওয়ামী পরিবারগুলোর মধ্যে ব্যাপক চাঞ্চল্য বইছে। উপজেলা জুড়ে ব্যানার ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। সম্মেলন উদ্বোধন করবেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সম্মেলনে সভাপতিত্ব করবেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক হাজী মোঃ রইছ আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ