Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনের হোদেইদা শহরে প্রবেশকালে ৭ হুথিকে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৩৩ পিএম

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হোদেইদা শহরে অনুপ্রবেশের সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলিতে অন্তত ৭ হুথি সদস্যের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (১৬ নভেম্বর) লোহিত সাগরের তীরবর্তী শহরটিতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
ইয়েমেনি প্রতিরক্ষা বাহিনীর বরাতে চীনা বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানায়, শনিবার দিনগত রাতে দেশটির হোদেইদা শহরের তুহিয়াতা জেলায় অনুপ্রবেশের চেষ্টা করছিল শিয়াপন্থি বিদ্রোহী এই গোষ্ঠীটি। এ সময় তাদের প্রতিহত করতে বেশ কয়েক দফায় গুলি চালায় সরকারপন্থি যৌথ বাহিনী। এতে ঘটনাস্থলেই হুথিদের ৭ সদস্য নিহত হয়। তাছাড়া বাকিরা আহত অবস্থায় পালিয়ে যায়।
বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত হুথি বাহিনী শহরটির বেশিরভাগ এলাকা নিজেদের দখলে রাখলেও তুহিয়াতা জেলাটির নিয়ন্ত্রণ রয়েছে সউদী সমর্থিত সরকারি বাহিনীর হাতে। তাছাড়া তেল সমৃদ্ধ এই দেশটির দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণও রয়েছে এই সরকারপন্থি সেনাদের কাছে।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ গোটা উত্তরাঞ্চল হুথিদের দখলে চলে গেলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। যা এখনো অব্যাহত আছে। দীর্ঘদিন ধরে চলা এই গৃহযুদ্ধে বহু লোক হতাহত হওয়ায় এক রকম বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ