Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে জলাতঙ্কে আক্রান্ত প্রবাসীর মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৭:৩৬ পিএম

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আব্দুস সালাম হাওলাদার (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে রাতে মাওয়া ফেরীঘাটে তার মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সালামকে নিজ বাড়ির পোষা কুকুরের বাচ্চা কামড় দেয়। কিন্তু বিষয়টি সে অবহেলা করে ভ্যাকসিন না নিয়ে স্থানীয়ভাবে গুড় পরা খায়। গত বুধবার সকালে সে হঠাৎ করে সে গুরুতর অসুস্থ হয়ে পরলে স্বজনরা বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সালামের জলাতঙ্ক রোগ সনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় যাবার পথেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ