Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ডাকাতের কবলে পরে ১ কার্গো শ্রমিক নিহত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৩:৪৬ পিএম

ভোলার মেঘনায় দস্যুদের ধাওয়া খেয়ে ডালিম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অপহৃত হয়েছে জাফর নামের অপর একজন। তাদের বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধায় উদ্ধার করা হয়েছে। এরআগে ভোর রাতের দিকে মেঘনার ভোলার খাল পয়েন্টে এ দস্যুতার ঘটনা ঘটে। ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন শীল জানান, সিলেট থেকে একটি বালু বোঝাই কার্গো চট্রগ্রামের দিকে যাচ্ছিলো। এ সময় ভোর রাত ৪টার দিকে একটি দস্যু বাহিনী ভোলার খাল পয়েন্টে এসে কার্গোটিতে ডাকাতির চেষ্টা করে। ডাকাতের ধাওয়া খেয়ে এক শ্রমিক ইঞ্জিন রুমে অবস্থান নেয়ার পর মৃত্যু হয়। পরে কার্গোর মালিক জাফরকে অপহরন করে নিয়ে যায় দস্যুরা। সন্ধায় জলদস্যুদের মুক্তিপন দিয়ে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এক বিকাশের এজেন্টকে আটক করা হয়। তিনি আরো জানান, নিহতের লাশ পুলিশি হেফাজতে রয়েছে, পুলিশ বলছে পুরো বিষটির তদন্ত করছে। নিহতের বাড়ি বরগুনা জেলায় বলে জানান তিনি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ