বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় পাটির মহাসচিব মশিউর রহমান রাঙার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা সদর আমলী আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করলেও তাৎক্ষণিক কোন আদেশ দেন নি।
উল্লেখ্য, গত রবিবার বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভায় অংশ নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনকে নিয়ে কটূক্তি করেন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করেন । রাঙা বলেন, নূর হোসেন একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর ছেলে। তাকে নিয়ে গণতন্ত্রের দুই দল নাচানাচি করছে।
রাঙার এই বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে গত মঙ্গলবার তার এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান মশিউর রহমান রাঙা। পরবর্তীতে বুধবার জাতীয় সংসদের অধিবেশনেও ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।