Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:১৩ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি একটি এলাকায় গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার (১৩ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। এখনো এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

আফগান সরকারের এক মুখপাত্র বলেন, রাজধানী কাবুলে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি একটি এলাকায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

এর আগে তালেবানের দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয় আফগান সরকার। বিপরীতে আমেরিকান ও অস্ট্রেলিয়ান দুই অধ্যাপককে মুক্তি দিয়েছে আফগানিস্তানের অধিকাংশ এলাকার ‘নিয়ন্ত্রক’ সশস্ত্র গোষ্ঠী তালেবান।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, বন্দি বিনিময়ের এ পদক্ষেপ আফগানিস্তানে সহিংসতার মাত্রা কমাতে সহযোগিতা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ