Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরমাণু চুক্তি বাস্তবায়ন করুন : ইইউ

ইরানে ভূগর্ভস্থ স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পারমাণবিক চুক্তি থেকে সরে আসতে ইরানের চতুর্থ দফা পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১১ নভেম্বর) ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি, ইরানকে ২০১৫ সালের ওই চুক্তি বাস্তবায়নেরও আহ্বান জানান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ২০১৫ সালের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। এর পর থেকে ইরান তাদের প্রতিশ্রুতি পর্যায়ক্রমে হ্রাস করছে। সম্প্রতি চতুর্থ দফা পদক্ষেপ নিয়েছে তেহরান। এতে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। মোগেরিনি বলেন, ‘ইরান তার ফোরদু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছে তাতে মনে হচ্ছে দেশটি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চায়, যা গভীর উদ্বেগের বিষয়।’ অপরদিকে, ইরানের বিরুদ্ধে দেশটির ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ফোরদুতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালুর অভিযোগ করেছে জাতিসংঘ। সোমবার প্রকাশিত জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর এক প্রতিবেদনে এমন অভিযোগ তোলা হয়। এই কর্মসূচি পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত দেশটির পরমাণু চুক্তির সরাসরি লঙ্ঘন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আইএইএ বলছে, গত ৯ নভেম্বর থেকে ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ফোরদু-তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে ইরান। ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বেড়েই চলছে। এর আগে গত ৫ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির পরমাণু সমৃদ্ধকরণের কাজ পুনরায় শুরুর ঘোষণা দিয়েছিলেন। ওই সময়ে তেহরানভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, আইএইএ-এর প্রতিনিধিদের উপস্থিতিতেই পারমাণবিক স্থাপনার সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস ঢোকানোর কাজ শুরু হয়েছে। সোমবার আইএইএ-এর অভিযোগের পর ইরানের এ সংক্রান্ত দাবির সত্যতা মিললো। ইরানের দিক থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ায় তারাও এ নিয়ে চতুর্থ দফায় ওই সমঝোতা ভেঙ্গেছে। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে ধাপে ধাপে ওই সমঝোতা থেকে বেরিয়ে যাবে তেহরান। এদিকে ইরানের এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১১ নভেম্বর) ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই উদ্বেগের কথা জানান। আল-জাজিরা, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ