গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর শাহবাগ থানার পরীবাগের একটি বাসায় উদয় বিন নুর অগ্নি নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
অগ্নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোহাগ হাজারীর ছেলে। থাকতো পরীবাগের ৮/২ মোতালেব টাওয়ার-২ এ। সে লয়েন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ সকালে ওই টাওয়ারের ৯ম তলার বাসা থেকে শায়িত অবস্থায় অগ্নির লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পারি, পরিবারিক সমস্যার কারণে ভোরে নিজ শোবার ঘরে সবার অগোচরে জানালার পর্দা দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।