Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন-জঙ্গলে আগুন হামলার আহবান আইএস-এর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:১২ পিএম

ইউরোপ-আমেরিকার বন-জঙ্গলে আগুন হামলার আহবান জানিয়েছে ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস। ইরাক ও সিরিয়া ভিত্তিক এই জঙ্গি সংগঠনটি তাদের ইউরোপ-আমেরিকায় বসবাসকারী অনুসারীদের প্রতি এই ভয়াবহ আহবান জানিয়েছে।
‘কুরায়েশ’ নামে আইএসআইএস-এর একটি মিডিয়া প্ল্যাটফর্মে এমন চারটি পোস্টার দেখা গেছে যেগুলোতে আইএস-এর অনুসারীদের প্রতি ‘বনে আগুন লাগিয়ে দাও’ কথাটি লেখা রয়েছে। একটি পোস্টারে লেখা রয়েছে, ‘আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির বনে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য যখন বনের দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তখনই এমন ভয়াবহ হামলার কথা বললো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে এখন পর্যন্ত দাবানলের পেছনে জঙ্গিদের হাত রয়েছে কিনা তা জানা যায়নি।
মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, গত এপ্রিলে সর্বপ্রথম আইএস তার অনুসারীদের প্রতি ইউরোপ-আমেরিকার বনে আগুন লাগিয়ে দেওয়ার আহবান জানিয়েছিলো।
আইএস ওই ভয়ানক আহবানে লেখা ছিলো, ‘হে তৌহিদের অনুসারীরা, তোমরা যারা ইউরোপ এবং আমেরিকায় আছো, বন-জঙ্গল এবং ফসলের মাঠে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’
সূত্র: নিউইয়র্ক পোস্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ