Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলিয়ানদের রাতে রদ্রিগোর হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:১৮ এএম

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকটা দারুণভাবে রাঙালেন রদ্রিগো। ঘরের মাঠে হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখেছেন এই তরুণ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তার নজরকাড়া পারফরমেন্সের দিনে অন্যদের পারফরমেন্সও ছিল চোথ ধাঁধানো। চার মিনিটে প্রথম গোলের তিন মিনিট পরেই আবারো জালে দেখা পান রদ্রিগো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বেনজেমার ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কাছের পোস্ট দিয়ে জালে পাঠান জানুয়ারিতে ১৯ বছর পূর্ণ করতে যাওয়া এই সেনসেশন। দল হিসেবে এমন জ্বলে ওঠার দিনে গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে পরশু রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জিতেছে ইউরোপের সফলতম দলটি। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আরেক গোলদাতা সার্জিও রামোস। সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পাঁচ বা তার বেশি গোল করল রিয়াল।

দুর্দান্ত রদ্রিগোয় ম্যাচের শুরুতেই জোড়া গোল পেয়ে যায় রিয়াল। চতুর্থ মিনিটে গোল করার তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। দ্বাদশ মিনিটে পেনাল্টির সহায়তায় স্কোরলাইন ৩-০ করেন রিয়াল অধিনায়ক। ৪৫তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড বেনজামার গোলে লিড আরো বাড়িয়ে নেয় জিদানের দল।

দ্বিতীয়ার্ধের ৮১তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান বেনজেমা। ডান দিক থেকে দানি কারভাহালের গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে দেন নাম্বার নাইন। ম্যাচ শেষের ঠিক আগে হ্যাটট্রিক পূরণ করেন রদ্রিগো। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

একই গ্রুপের আরেক ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে নিলেন মাউরো ইকার্দি। বিরতির পর গোল শোধে মরিয়া চেষ্টা করেও কেইলর নাভাসের দৃঢ়তায় পারল না ক্লাব ব্রুজ। টানা চতুর্থ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল পিএসজি। ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে জেতে ফরাসি চ্যাম্পিয়নরা। ক্লাব ব্রুজের মাঠে প্রথম দেখায় ৫-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল। ২২তম মিনিটে পরিকল্পিত এক আক্রমণে এগিয়ে যায় শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজি। এরপর আক্রমণ করেও আর গোল আদায় করতে পারেনি ফরাসি ক্লাবটি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।

দারুণ ছন্দে থাকা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি ও শেষ মুহূর্তে ইভান পেরিসিচের গোলে অলিম্পিয়াকোসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। ‘বি’ গ্রুপে ঘরের মাঠে ২-০ গোলে জেতে জার্মান চ্যাম্পিয়নরা। চলতি আসরে এ নিয়ে টানা চতুর্থ জয় পেল তারা। দারুণ এই জয়ে অন্তবর্তীকালীন কোচ হানসি ফ্লিকের শুরুটাও বেশ হলো।

প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ১২টি শট নিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পরও আক্রমণের ধারা ধরে রাখে বায়ার্ন। ৬৯তম মিনিটে প্রথম স্কোরলাইনে নাম লেখান পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলে চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে সবকটিতেই জালের দেখা পেলেন তিনি। মৌসুমে তার মোট গোল হলো ২০টি। ৮৯তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বায়ার্ন। অলিম্পিয়াকোসের পয়েন্ট ১।

লোকোমোতিভ মস্কোর বিপক্ষে ড্রয়ের দিকে এগিয়ে চলা ম্যাচের শেষ সময়ে সব আলো কেড়ে নিলেন দগলাস কস্তা। এই ব্রাজিলিয়ানের অসাধারণ গোলে জুভেন্টাসকে এনে দিলেন নাটকীয় জয়। প্রতিপক্ষের মাঠে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। প্রথম দেখায় নিজেদের মাঠে দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল মাওরিসিও সাররির দল। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া জুভদের শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে গেছে। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। লোকোমোতিভ মস্কোর পয়েন্ট ৩।

জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত ম্যানচেস্টার সিটির। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে সম্ভাবনাও জাগিয়েছিল তারা। কিন্তু পারল না জাল অক্ষত রাখতে। আতলান্তার মাঠ থেকে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ১-১ ড্র করে ফিরেছে সিটি। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে পয়েন্ট হারিয়ে অপেক্ষায় রইলো পেপ গার্দিওলার দল।

এছাড়াও বায়ার লেভারকুজেনের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া আতলেতিকো মাদ্রিদ ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। লেভারকুজেন ও লোকোমোতিভ মস্কোর পয়েন্ট সমান ৩। আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডের মাঠে ৪-০ গোলে জেতা টটেনহাম হটস্পার ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। দিনামো জাগরেব ও শাখতার দোনেৎস্কের মধ্যে গ্রুপের অপর ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। দল দুটির অর্জন সমান ৫ পয়েন্ট করে।
এক নজরে ফল
মস্কো ১-২ জুভেন্টাস
বায়ার্ন ২-০- অলিম্পিয়াকোস
লেভারক্যুসেন ২-১ অ্যাটলেটিকো
দিনামো জাগরেভ ৩-৩ শাখতার
আতালান্তা ১-১ ম্যানসিটি
ক্রিয়েনা ০-৪ টটেনহ্যাম
পিএসজি ১-০ ক্লাব ব্রুগ
রিয়াল ৬-০ গ্যালাতাসারেই

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ