Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৩:৪০ পিএম

আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আদমদীঘিতে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সান্তাহার সেফালি কনভেনশন সেন্টারে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদুরতে এলাহি কা লের সভাপতিত্বে কর্মী সমাবেশে উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বিষেশ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর মেয়র মন্টু, মুকুল,যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মহন, রিপু,নিকেতা, জেলা আঃ লীগ নেতা আইনজিবী তবিবর রহমান তবি, অন্যান্যোর মধ্যে আদমদীঘি উপজেলা আঃ লীগের সাবেক সভাপতি সাবেক গভনর আলহাজ কছিম উদ্দীন আহমেদ , সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু, সহসভাপতি আবু রেজা খাঁন, ছাতিায়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সান্তাহার ইউপি চেয়ারম্রান এরশাদুল হক টুলু, যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আঃ লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সম্পাদক জেলা পরিষদ সদস্য এস এম জাহিদুল বারীসহ স্থানীয় আঃ লীগসহ অন্যান্য অংগোসংগঠনের নেতাকর্মী বক্ত্যব্যে রাখেন। এ কর্মী সমাবেশে সকাল থেকে আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও সান্তাহার পৌরসভার ৯টি ওয়ার্ডের শতশত নেতাকর্মী উপস্থিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ