Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে

যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় মির্জা ফখরুল

বিশেষ সংবাদদাতা,যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সরকারকে বিদায় করতে হবে। আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। এই আন্দোলন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাইরে থাকলে ভারতের সঙ্গে সরকার ফেনী নদীর পানিসহ দেশবিরোধী চুক্তি করতে পারতো না। সিপিডির রিপোর্র্ট উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতি বলতে কিছু নেই। ক্যাসিনো ও ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়েছে। লুট হয়েছে শেয়ার বাজার সোমবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ (বিডি) মিলয়নায়তনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের বলেছেন, আমাদের এই রাজনীতিকে যদি সঠিক পথে নিতে পারি, আমরা যদি আরও বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারি, তাহলে অবশ্যই বিজয় আমাদের আসবেই আসবেই। তিনি বলেন, প্রশাসনে একেবারে দলীয়করণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয়করণ, বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণে নিয়েছে। যার ফলে গোটা রাষ্ট্রযন্ত্রটাই ভেঙ্গে পড়েছে। দেশে সঠিক আইনের ব্যবহার নেই। দেশের জনগণের বাক-স্বাধীনতা নেই। তরিকুল ইসলামের স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা ছিলেন না। বিএনপির অভিভাবক এবং বাংলাদেশের রাজনৈতিক আইডল ছিলেন। দলের দুঃসময়ে মহাসচিবের দায়িত্ব নিয়েছি। এসময়ে একে একে দলের পরীক্ষিত নেতা হান্নান শাহ, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকাসহ বেশ কিছু সিনিয়র নেতাকে হারিয়েছি। এদের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে খালেদা জিয়াকে জেল থেকে বের করতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শাহাজাহান, শামছুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, মেহেদী হাসান রুমী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এর আগে বেলা ১২টায় তরিকুল ইসলামের করব জিয়ারত ও দোয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এছাড়া কবরস্থানের পাশেই কারবালার মাঠে যশোর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি শুরু করেন। সঙ্গে ছিলেন সফরসঙ্গী ছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তরিকুল ইসলামের পুত্র অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক ও তরিকুল ইসলামের সহধর্মীনি অধ্যক্ষ নার্গিস ইসলাম, সদস্য সচিব এ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও স্থানীয় বিএনপি নেতারা। এছাড়াও যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে দরিদ্রের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্দোলন

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ