Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ইউনিলিভার ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১:২৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের এআর ট্রেডার্সে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ একদল ডাকাত প্রতিষ্ঠানের নাইটগার্ড, দুইজন পথচারী ও ট্রাকের চালক ও হেলপারকে রশি দিয়ে বেধে রুমে প্রবেশ করে নগদ ৩ হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। তবে নাইট গার্ডের চিৎকারের কারনে ডাকাতদল ডিপোর হিসাব বিভাগের ক্যাশ ভোল্টে প্রবেশ করতে পারেনি। প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে ডাকাতদলের কর্মকান্ড দেখা যাচ্ছে।

শনিবার দিবাগত রাত ২.৪০ মিনিটের দিকে শহরের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া হওয়া প্রতিষ্ঠানটি ইউনিলিভারের ডিপো বলে জানা গেছে।

এআর ট্রেডাসের ম্যানেজার কবির হোসেন জানান, রাত ২.৪০ মিনিটের দিকে ৮-১০ জনের একদল ডাকাত তাদের দুইতলা অফিসে প্রবেশ করে। এ সময় আগ্নেয়াস্ত্র দেশীয় অন্ত্রের মুখে নাইটগার্ড ও একজন চালক ও হেলপারকে রশি দিয়ে বেধে ফেলে। এরপর একে একে অফিসের রুমের তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা ৩ হাজার টাকা, মোবাইল, সিসিটিভি হার্ডডিস্ক, ওয়াইফাই রাউডার ও হাবসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ডাকাতির সময় নাইটগার্ড ডাকাতদের হাত থেকে দৌড়ে পালিয়ে গিয়ে চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়।
নাইটগার্ড মহাসিন জানান, তাকে রশি দিয়ে বেধে ফেলে। এর আগে প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাতায়াত করায় দুইজন পথচারী মটরগাড়ি চালক লিটন ও ব্যবসায়ী দরবেশকে বেধে পাশ^বর্তী পরিত্যক্ত ভবনে আটকে রাখে ডাকাতদল। এর পর তাদের প্রতিষ্ঠানে প্রবেশ করে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, তারা খবর পেয়ে ভোরেই প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছেন। এছাড়াও ডাকাতদের ফেলে যাওয়া আলামত তারা উদ্ধার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ