মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে তালেবান পরিবারের চার শিশুসহ নয় শিশু নিহত হয়েছে। নিহত শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে।
তাখার পুলিশের মুখপাত্র খলিল আসির এ ঘটনায় তালেবানকে দোষারোপ করে বলেন, এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান শুরুর পর তালেবান এলাকাটিতে এ্যান্টি-পার্সোনাল মাইন পুঁতে রাখে। তাদের পুঁতে রাখা মাইনের বিস্ফোরণেই শিশুরা নিহত হয়েছে। এই শিশুদের বয়স ৯ থেকে ১২ বছরের মধ্যে।
তালেবানের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এ বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। পুলিশের মুখপাত্র দাবি করেছেন, নিহত শিক্ষার্থীদের মধ্যে তালেবান পরিবারের চার শিশুও রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।