Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীকে হুমকি, বিএনপি নেতা গিয়াস কাদেরের ৩ বছরের জেল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ২:১০ পিএম | আপডেট : ৩:২৩ পিএম, ৩০ অক্টোবর, ২০১৯

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে।

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ স ম শহিদুল্লাহ কায়সার বুধবার আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত জানিয়েছেন রায়ে তারা খুশি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী এনামুল হক বলেন, আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিদেশে চিকিৎসাধীন জানিয়ে তিনি বলেন, অত্যন্ত দ্রæততার সাথে বিচার শেষ করার মাধ্যমে রাষ্ট্রপক্ষ তাকে সাজা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে।
উল্লেখ গিয়াস কাদের বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ