Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ২:০২ পিএম

কুষ্টিয়া মিরপুর থানার শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষক আবু তালেবের (৩৮) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে আবু তালেব।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর, সন্ধ‌্যা ৭টায় শিশু সাবিহা (৭) মিরপুর উপজেলার মিঠন গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিল। তারপর হঠাৎ শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টায় পাশের ধান ক্ষেতের সেচ খাল থেকে নিহত শিশু সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রস্তুতির সময়ই প্রাথমিকভাবে পুলিশ টের পায় শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ