Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বজুড়ে কালো দিবস পালিত

কাশ্মীরকে সবচেয়ে বড় জেলখানা বানিয়ে ফেলা হয়েছে : ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

১৯৪৭ সালের ২৭ অক্টোবর অবৈধভাবে জম্মু ও কাশ্মীর দখল করে ভারত। ভারতের অবৈধভাবে কাশ্মীর দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানি ও কাশ্মীরিরা রোববার কালোদিবস পালন করেছেন। ভারতের ওই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে রোববার নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মস‚চি পালিত হয়েছে। জম্মু ও কাশ্মীর অচল করে দিয়ে এই কালোদিবস পালিত হয়েছে। এদিকে ইউরোপের বিভিন্ন শহরেও এই দিবসটি পালন করা হয়েছে। ব্রাসেলস, হেগ, ফ্রাংকফুর্ট ও বাসের্লোনাসহ বেশ কয়েকটি শহরে এই দিবস পালন করেছে পাকিস্তানি এ কাশ্মীরিরা। এ ছাড়া জাপানে অবস্থানরত পাকিস্তানিরা এদিন টোকিও ভারতীয় দ‚তাবাসের সামনে বিক্ষোভ করেছে। প্রসঙ্গত গত ৫ আগস্ট সংবিধান থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ধারাটি বিলোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মাধ্যম জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল হয়ে যায়। রেডিও পাকিস্তানের খবরে এ কথা বলা হয়। এ উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, অন্য বছরের চেয়ে এবারের কাশ্মীর কালোদিবস ভিন্নতর। তিনি বলেন, ১৯৪৭ সালের ২৭ শে অক্টোবর বেআইনিভাবে জম্মু ও কাশ্মীর দখল করে ভারত। আর এবার ৫ই আগস্ট তাই করে। তারা একতরফাভাবে বিতর্কিত ওই ভ‚খন্ডের বিষয়ে পদক্ষেপ নিয়েছে, যা এ অঞ্চলের জনসংখ্যাতত্ত¡ ও পরিচয়কে পাল্টে দেবে। ইমরান খান আরো বলেন, অতিরিক্ত সেনা মোতায়েন করে এবং মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থার ওপর অনাকাঙ্খিতভাবে বিধিনিষেধ দিয়ে কাশ্মীরকে এই গ্রহের সবচেয়ে বড় জেলখানা বানিয়ে ফেলা হয়েছে। সেখান থেকে অবিলম্বে কারফিউ এবং ওইসব বিধিনিষেধ প্রত্যাহার দাবি করেন ইমরান। ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, ভারতের দখলদার বাহিনী বর্ণনার অযোগ্য অপরাধ চালিয়ে যাচ্ছে কাশ্মীরের জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে। এক্ষেত্রে তাদেরকে পুরোপুরি দায়মুক্তি দেয়া হচ্ছে। রেডিও পাকিস্তান, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ