Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের নতুন প্রধান হলেন ‘প্রফেসর’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ৫:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি। সে নিহত হওয়ার পর আইএসের হাল ধরছেন ‘প্রফেসর’ নামে পরিচিত আবদুল্লাহ কারদাশ। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর সাবেক একজন অফিসার তিনি।

আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’ জানায়, চলতি বছরের আগষ্টে আবদুল্লাহ কারদাশকে ‘সেকেন্ড ইন কমান্ড’ বানিয়ে আইএসের প্রতিদিনের কর্মকাণ্ড নির্ধারণের দায়িত্ব দেন। তার পুরো নাম হাজী আবদুল্লাহ আল আফারি। আইএসের সবার কাছে সে প্রফেসর নামেই পরিচিত। জেলে থাকার সময় বাগদাদির সাথে তার পরিচয় হয়। সে বাগদাদির দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ও উপদেষ্টা ছিল। এখন বাগদাদির অনুপস্থিতিতে সেই আইএসের প্রধানের দায়িত্ব পালন করবে।

বিশ্বের মোস্ট ওয়ান্টেড আবু বকর আল বাগদাদি (৪৮) শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের সময় সিরিয়ার ইদলিবের বারিশা গ্রামে তার গোপন আস্তানায় আত্মঘাতী হয়। সঙ্গে মারা যায় তার তিন সন্তানও। সূত্র: ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ