Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারের কারণ ‘টস’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

এইতো কিছুদিন আগের কথা। ভারতের মাটিতে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে টসে হেরে যাওয়ায় তৃতীয় টেস্টে প্রক্সি নিয়ে টস করেছিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সেই ফর্মূলাও কাজে আসেনি তার। হেরেছিলেন সেই টসেও। এবার হারের নেপথ্য কারণ হিসেবে তিনি দায়ী করলেন একটি উপাদানকে। তা হল ‘টস’!

প্রোটিয়া অধিনায়ক বলেছিলেন, ‘প্রত্যেক টেস্টে ভারত প্রথমে ব্যাট করত, ৫০০ রান করত। তার পর অন্ধকার নেমে এলে ইনিংসে সমাপ্তি ঘোষণা করত। সেই সময় তিন উইকেট পড়ে যেত। ফলে তৃতীয় দিন শুরু থেকেই আমরা চাপে পড়ে যেতাম। প্রত্যেক টেস্টেই এটা কপি-পেস্ট হতো।’

তিন টেস্টেই টস হেরেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই টেস্টে টস হারার পর ডু প্লেসি তৃতীয় টেস্টে প্রক্সি হিসেবে পাঠিয়েছিলেন তেম্বা বাভুমাকে। কিন্তু তিনিও টস জিততে পারেননি। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের এই বক্তব্য নিয়েই নেট দুনিয়ায় চলছে চর্চা।

ক্রিকেটপ্রেমীরা ‘হাস্যকর’ হিসেবে চিহ্নিত করেছেন তাঁর মন্তব্য। কেউ বলেছেন, যে দলের অধিনায়কের মানসিকতা এমন, সেই দল কখনও প্রত্যাঘাত করতে পারে না। প্রশ্ন উঠছে তার নিজের ফর্ম নিয়েও।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ