প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১ জোকার
২ ম্যালাফিসেন্ট : মিস্ট্রেস অফ ইভিল
৩ যম্বিল্যান্ড : ডাবল ট্যাপ
৪ দি অ্যাডামস ফ্যামিলি
৫ জেমিনি ম্যান
যম্বিল্যান্ড : ডাবল ট্যাপ
রুবেন ফ্লাইশার পরিচালিত হরর কমেডি ‘যম্বিল্যান্ড : ডাবল ট্যাপ’। ‘যম্বিল্যান্ড’ (২০০৯), ‘থার্টি মিনিটস অর লেস’ (২০১০), ‘গ্যাংস্টার স্কোয়াড’ (২০১৩) এবং ‘ভেনম’ (২০১৮) ফ্লাইশার পরিচালিত চলচ্চিত্র। যম্বি শিকারি টালাহাসি (উডি হ্যারেলসন), কলাম্বাস (জেসি আইজেনবার্গ) এবং উইচিটা (এমা স্টোন) এবং লিটল রক (এবিগেইল ব্রেসলিন) একই পরিবারের সদস্যের মত গত এক দশক একই বাড়িতে থেকে এসেছে। লিটল রক বার্কলি (এভান জোগিয়া) নামে এক শান্তিবাদীর সঙ্গে পালিয়ে গেলে বাকিরা তাকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। এর মধ্যে নতুন এক দল যম্বি ছড়িয়ে পড়েছে; এরা আরও দ্রুতগামী ক্ষিপ্র আর আরও ভয়ানক, এদের মারা আগের চেয়ে অনেক কঠিন। পথে তাদের সঙ্গে যোগ দেয় ম্যাডিসন (যোয়ি ডয়েচ) নামে এক সরল স্বর্ণকেশী আর যম্বিদের হাত থেকে বেঁচে ফিরে আসা আলবুকার্ক (ল্যুক উইলসন) আর তার সঙ্গী ফ্ল্যাগস্টাফ (থমাস মিডলডিচ)। যম্বিদের মোকাবেলা করে লিটল রককে নিয়ে তাদের ফিরতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।