Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী নিগ্রহে শীর্ষে উত্তরপ্রদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতে নারী নিগ্রহে শীর্ষে রয়েছে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে আরেক বিজেপিশাসিত রাজ্য মহারাষ্ট্র। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূলশাসিত রাজ্য পশ্চিমবঙ্গ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি’র প্রকাশিত প্রতিবেদনে এই কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২০১৭ সালের রিপোর্ট অনুযায়ী, ওই বছর সারা ভারতে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে ৩ লাখ ৫৯ হাজার ৮৪৯টি। এর মধ্যে উত্তরপ্রদেশেই ঘটেছে ৫৬ হাজার ১১টি। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে ৩১ হাজার ৯৭৯টি। আর তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে ৩০ হাজার ২টি। প্রতিবেদনে বলা হয়, ২৭ দশমিক ৯ শতাংশ নারীর ওপর অত্যাচার করেছে স্বামী ও নিকটাত্মীয়রা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ