Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্ত:জেলা বয়সভিত্তিক নারী সাঁতার শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ৮:৩৬ পিএম

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে শুরু হয়েছে দু’দিন ব্যাপী আন্ত:জেলা বয়সভিত্তিক নারী সাঁতার প্রতিযোগিতা। শনিবার উদ্বোধনী দিন চারটি ইভেন্টে অংশ নেন প্রতিযোগিরা। এর মধ্যে ১৩-১৪ বছর গ্রুপের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ঝিনাইদহের সামিয়া খাতুন প্রথম, পাবনার মোছা: আরজিনা দ্বিতীয় ও কুষ্টিয়ার ঝর্ণা খাতুন তৃতীয় হন। এই গ্রæপের ১০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে কুষ্টিয়ার মিম খাতুন স্বর্ণ, নরসিংদীর কারিমা আক্তার রৌপ্য এবং একই জেলার সিমলা আক্তার ব্রোঞ্জপদক জয় করেন। ১১-১২ বছর গ্রæপের ১০০ মিটার ফ্রি স্টাইলে ভোলার শিউলী প্রথম, মুন্সিগঞ্জের আফসানা দ্বিতীয় ও কুষ্টিয়ার চাঁদনী খাতুন তৃতীয়স্থান পান। এছাড়া ৮-১০ বছর গ্রুপের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বাগেরহাটের নাহিদা খাতুন প্রথম, কুষ্টিয়ার মোছা: যুথী দ্বিতীয় এবং একই জেলার সাগরিকা খাতুন তৃতীয়স্থান পান।

এর আগে এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদ সংসদ সদস্য বেগম মেহের আফরোজ চুমকি। এসময় বিশেষ অতিথি ছিলেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. বি. সাইফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি, এম.পি। উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী, সাঁতার সাব-কমিটির আহবায়ক রাবেয়া খাতুন, সদস্য সচিব আয়েশা বেগম সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

প্রতিযোগিতায় দেশের ২৪ জেলার ১৬৫ জন সাঁতারু তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছেন। মোট ৯টি ইভেন্টে খেলা হচ্ছে। এগুলো হলো- ৫০ মিটার ব্রেস্ট ষ্টোক, ব্যাক ষ্টোক, ফ্রি স্টাইল, বাটার ফ্লাই এবং ১০০ মিটার ব্রেস্ট ষ্ট্রোক, ব্যাক ষ্ট্রোক, ফ্রি স্টাইল, বাটার ফ্লাই ও ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডেল।

অংশগ্রহণকারী জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ জেলা, রাঙ্গামাটি, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, মেহেরপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মাদারীপুর, সিরাজগঞ্জ,লক্ষ্ণীপুর, কুড়িগ্রাম, পাবনা, বগুড়া, ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, লালমনিরহাট, নরসিংদী, হবিগঞ্জ, ভোলা এবং গাইবান্ধা জেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ