গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন হৃদয় (২০) নামে আরেক শ্রমিক।
আজ শনিবার সকাল সাড়ে ৮দিকে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় দু’জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিলে সকাল সাড়ে ১০টার দিকে ফারুকের মৃত্যু হয়।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, কামরাঙ্গীরচর হুজুরপাড়ার ৭ নম্বরে তার একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। আজ শনিবার সকালে নিচ থেকে রশি দিয়ে বেঁধে উপরে রড উঠানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় দু’শ্রমিক। পরে ঢামেক হাসপাতালে ফারুকের মৃত্যু হয় ও আরেকজন চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।