পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বলেছেন, ভোলায় পুলিশের গুলি বর্ষণে হতাহতের ঘটনার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করুন। শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি বর্ষণে হত্যাকান্ড দেশেবাসী মেনে নিবে না। ভোলার বোরহান উদ্দিনে তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণে হতাহতের ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করেছে। একইসাথে শহীদদের স্মরণে বাদ জুমা সারাদেশে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। কোন কোন জেলায় বিক্ষোভ সমাবেশ করলেও মিছিল করতে দেয়নি পুলিশ। কোথাও কোথাও বাধার সম্মুখীন হন জেলা নেতৃবৃন্দ।
ইসলামী যুব আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ভোলায় পুলিশের গুলি বর্ষণে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তৌহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত পাঁচ হাজার মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ধর্ম অবমাননাকরীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করতে হবে। গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তরগেটে ভোলার হত্যাকান্ডের প্রতিবাদ ও রাসূল (সা.) কে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। নগর দক্ষিণ সভাপতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে বিক্ষোভ পূর্বক সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দ. সভাপতি মাও ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দীন, মাওলানা লোকমান হোসেন জাফরী ও শেখ মো. নুর-উন-নবী। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ভোলার বোরহান উদ্দিনে তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণে হতাহতের ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করেছে। একইসাথে শহীদদের স্মরণে বাদ জুমা সারাদেশে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
কুমিল্লা মহানগরীতে প্রশাসন মিছিলের অনুমতি দিলেও স্থানীয় নেতারা মিছিল করতে দেয়নি। হবিগঞ্জ জেলা শাখার মিছিলে পুলিশী বাধা প্রাপ্ত হয়।
যেসকল জেলায় বিক্ষোভ কর্মসূচি একযোগে পালিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, মোমেনশাহী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম মহানগর।
দেশব্যাপী জেলায় জেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং শহীদদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি সফল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন
বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, আমাদের দেশে নেতা-নেত্রীদের বিরুদ্ধে কুটক্তিকারীদের দ্রæত গ্রেফতার ও বিচারের ব্যবস্থা থাকলেও আল্লাহ রাসুল(সা.) কুরআন সুন্নাহ নিয়ে কুটক্তিকারীদের বিরুদ্ধে দ্রæত বিচারের ব্যবস্থা নেই। দেশের কোটি নবী প্রেমিক মানুষের প্রাণের দাবি ইসলাম ও রাসূল (সা.) কে অবমাননার শাস্তি মৃত্যদন্ড দিতে হবে।
তিনি অবিলম্বে ভোলায় অভিযুক্ত কটুক্তিকারীর শাস্তি ও প্রতিবাদী তৌহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। গতকাল শুক্রবার সকালে মারকাজুল খেলাফত কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।