Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা পরিষদের সংস্কার অত্যাবশ্যক : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার এখন শুধু প্রয়োজন নয়, অত্যাবশ্যক হয়ে পড়েছে। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। জাতিসংঘের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া এক বার্তায় নিরাপত্তা পরিষদের সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এরদোগান। তিনি বলেন, আজকের দিনের প্রয়োজনীয়তা মেটাতে জাতিসংঘকে আরও বেশি সুষ্ঠু, কার্যকর, দক্ষ ও স্বচ্ছ হতে হবে। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের চার্টার কার্যকর শুরু হয়। প্রতিবছর দিনটি জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালে সদস্য রাষ্ট্রগুলোকে দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণার সুপারিশ করেছে সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। এগুলো হলো, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এই পাঁচটি দেশের ভেটো ক্ষমতা রয়েছে। এরদোগান বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে সব সদস্য রাষ্ট্র সমানভাবে প্রতিনিধিত্ব করে, এটিকে আরও শক্তিশালী করতে হবে। জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্ক শান্তিরক্ষা অভিযান, সন্ত্রাসদমন, মানবিক ও উন্নয়ন সহযোগিতা, অভিবাসন ও শরণার্থীবিষয়ক কর্মস‚চিতে অংশগ্রহণ করছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব দেশরই প্রতিনিধিত্ব সমানভাবে জোরদার করতে হবে বলেও দাবি করেন এরদোগান। তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্ক শান্তিরক্ষী অভিযান, সন্ত্রাসবিরোধী, মানবিক ও উন্নয়ন সহায়তাসহ বিভিন্ন তৎপরতায় অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ইস্তানবুলকে জাতিসংঘের কেন্দ্রে নিয়ে যাওয়া। জাতিসংঘের বিভিন্ন সংস্থার একটি আঞ্চলিক কেন্দ্র ইস্তাম্বুল জানিয়ে তুর্কি নেতা বলেন, সে অনুসারে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া জাতিসংঘের অধীন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করা চেষ্টা করা প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ