পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মোহাম্মদপুরে এক শিশু গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জান্নাতী (১২) নামের ওই গৃহকর্মীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা বলেন, ভোঁতা কিছু দিয়ে আঘতের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত শিশুটির বাড়ি বগুড়ার গাবতলী এলাকায়। তার বাবার নাম জানু মোল্লা।
পরিবারের অভিযোগ, নির্যাতন করে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্ত্রী রোকসানা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। রোকসানার স্বামীর নাম সাঈদ আহমেদ। তিনি বর্তমানে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের ৬/৫/এ নম্বর ভবনের একতলায় পরিবার নিয়ে থাকেন।
পুলিশ জানায়, জান্নাতী যে বাসায় কাজ করত সেটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদের। চাকরি সূত্রে সাঈদ যখন বগুড়ায় ছিলেন, তখন জান্নাতী ওই বাড়িতে কাজ নেয়। সে সময় জান্নাতীর বয়স ছিল ৮ বছর। এরপর সাঈদের পরিবার ঢাকায় চলে এলে জান্নাতীও তাদের সঙ্গে ঢাকায় আসে। সাঈদ বর্তমানে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। গতকাল বিকেলে স্যার সৈয়দ রোডের ৬/৫/এ নম্বর বাড়িতে গিয়ে সাইদ আহমেদের সঙ্গে দেখা করতে চাইলে ভবনের নিরাপত্তারক্ষী বলেন, তিনি (সাঈদ) ব্যস্ত আছেন। কথা বলতে পারবেন না।
জান্নাতীর বাবা জানু মোল্লা বলেন, গত মঙ্গলবার ভোরে ফোনে তাকে জানানো হয় তার মেয়ে অসুস্থ। দেখতে চাইলে যেন তাড়াতাড়ি ঢাকায় আসেন। খবর পেয়ে ঢাকায় এসে দেখেন মেয়ে মারা গেছে। তিনি বলেন, মেয়ের গায়ে তিনি অনেক দাগ দেখেছেন। মেয়েটিকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন।
মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, মঙ্গলবার রাত সোয়া ১২টায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ থেকে ফোনে জানানো হয়Ñ এক দম্পতি একটি মেয়েকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল করে ও ময়নাতদন্ত করতে বলে।
সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সেলিম রেজা বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় ভোঁতা কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। তিনি বলেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।