Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী বরিসের ‘তিন দিনের সময়সীমা’ ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৪:৪০ পিএম

ব্রেক্সিট চুক্তির সর্বশেষ খসড়া নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের দেয়া তিন দিনের সময়সীমা প্রত্যাখ্যাত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। মঙ্গলবার প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ২০৮টি এবং বিপক্ষে ভোট আসে ৩২২টি।

প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ায় ব্রেক্সিটের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তায় পড়লো বলে মন্তব্য করেছেন জনসন। একইসঙ্গে ব্রেক্সিট পেছাতে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী পদক্ষেপ দেখা পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রাখার কথাও জানান তিনি। পাশাপাশি ইইউ ব্রেক্সিট বাস্তবায়নে আরও তিন মাসের সময় দিলে ব্রিটেনে সাধারণ নির্বাচন দেয়ার ইঙ্গিত দিয়েছেন জনসন।

এদিকে চুক্তিহীন ব্রেক্সিট না করতে প্রয়োজনে সময়সীমা বাড়ানোর জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ