মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের পশ্চিমাঞ্চল এলাকায় শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় বোমাহামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। নানগাহার প্রদেশের গভর্নর আয়াতুল্লাহ খোগিয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
খোগিয়ানি বলেন, শুক্রবারে নামাজের জন্য মসজিদে আসা মানুষের ওপর এ হামলা হয়। এতে ৩৬ জন গুরুতর আহত হয়েছেন।
হাসকা মেনা জেলায় জওদারা এলাকার ওই মসজিদের ভেতরে পেতে রাখা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদটির ছাদ পুরোপুরি ভেঙে পড়েছে বলেও তিনি জানান।
এদিকে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সেদ্দিকী বলেন, এটি আত্মঘাতী হামলা। এ হামালায় তিনি টুইটারে তীব্র নিন্দা জানিয়েছেন।
এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে প্রেসিডেন্টর মুখপাত্র এ হামলার জন্য তালেবান ও তাদের সহযোগীদের দায়ী করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।