Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী নদীতে ৩৬টি পাম্প দিয়ে ৭২ কিউসেক পানি তুলে নিচ্ছে ভারত: বিবিসির প্রতিবেদন

বিবিসি বাংলা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ৩:৩০ পিএম

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ফেনী নদীর পানি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৫ অক্টোবর নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয় এবং বৈঠকের পর এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

ওই এমওইউর আওতায় দুই দেশের অভিন্ন ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি তুলে নেবে ভারত। তিস্তার মতো ফেনী নদীর পানিবণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত হলেও তা ২০১১ সাল থেকে ঝুলে ছিল। ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরে খাবারের পানি সংকট মোকাবেলায় নেওয়া প্রকল্পের জন্য ভারত ফেনী নদী থেকে পানি তোলার ব্যাপারে বাংলাদেশের সম্মতির অনুরোধ জানিয়ে আসছিল। ইস্যুটি বেশ কয়েক বছর ধরে ঝুলে থাকার পর বাংলাদেশ এ বিষয়ে সম্মতি দিয়েছে। তবে গত আগস্ট মাসে ঢাকায় দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকেই ফেনী নদী থেকে ভারতকে পানি দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছিল বলে জানা যায়।

বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পানি দেওয়ার সিদ্ধান্তে ভারতের ত্রিপুরার মানুষ খুশি হলেও খুশি নয় বাংলাদেশের মানুষ। ফেনী নদীর তীরে দাঁড়িয়ে রামগড়ের বাসিন্দা মং সং চৌধুরী বলেন, যে চুক্তি করলো আমার মতে এটা ভালো হলো না। আমাদের দেশ এতে কতটা উপকৃত হবে তা আমি জানি না।

এ নদীর ভাটিতে মুহুরী সেচ প্রকল্পে পানির একটা বড় উৎস ফেনী নদী। এ প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী ৬০ হাজার একর কৃষিজমি, হাজারো মৎস্য খামার। ফেনী নদীর ভাটিতে খামার গড়েছেন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মো. সুলাইমান। তিনি জানান, তিস্তা চুক্তি ছাড়া ফেনী নদীর পানি দেওয়ার সিদ্ধান্ত তাকে আহত করেছে। তিনি বলেন, যে পানিটা আছে তা দিয়ে এখানে মোটামুটি চলে। ইরিগেশনের কাজ চলে। তবে এখানে থেকে কেউ শেয়ার করলে অভিয়াসলি অ্যাফেক্টেড হবে।

সরকারি তথ্যমতে, ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়ির পাহাড়ে ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায়। উৎপত্তিস্থল থেকে বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেঁষে এ নদী ভাটিতে বঙ্গোপসাগরে পড়েছে। নদীর উজানে সীমান্তবর্তী এলাকায় দেখা যায়, কোনো চুক্তি ছাড়াই নদীতে পাম্প বসিয়ে পানি তোলে ভারত। অথচ অভিযোগ রয়েছে, সীমান্তবর্তী এলাকায় চাইলেই নদীতে পাম্প বসিয়ে পানি তুলতে পারেন না বাংলাদেশের কৃষকরা।

স্থানীয় একজন পানির এক মোটা একটা পাইপ (ভারতীয় অংশে) দেখিয়ে বলেন, এই যে পানির লাইনটা দেখতেছেন, ২০০২ সাল থেকে এরা পানি বহন করতেছে। ওরা সরকারিভাবে এই পানি নিতেছে। জানা যায়, বাংলাদেশ অংশে এমন পানির পাম্প আছে মাত্র তিনটি।

রামগড়ে অবস্থিত ৪৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফ. কর্নেল তারেকুল হাকিম বিবিসিকে জানান, সীমান্ত ৩৬টি পাম্প মেশিন দিয়ে পানি তুলছে ভারত। নো ম্যান্স ল্যান্ড থেকে এগুলো সরিয়ে নিতে বিএসএফ এর সঙ্গে বৈঠকে বারবার তাগাদা দেওয়া হলেও পানি তোলা বন্ধ হয়নি।

পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক ম ইনামুল হক ভারতের এই পানি তুলে নেওয়া প্রসঙ্গে বলেন, নদী থেকে খুব সহজেই পানি তোলা যাচ্ছে, ডিপে যাওয়া লাগছে না। এক একটা পাম্প মিনিমাম দুই কিউসেক। যদি ৩৬টা পাম্প হয়ে থাকে তো ৭২ কিউসেক পানি তারা অলরেডি তুলছে।

পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের হিসেবে, বর্ষা মৌসুমে এ নদীর পানিপ্রবাহ থাকে ৮ হাজার থেকে ১০ হাজার কিউসেক। আর শুষ্ক মৌসুমে থাকে প্রায় ৫০ কিউসেক। তবে ভারতীয় তথ্যে, শুষ্ক মৌসুমে পানির প্রবাহ থাকে ১০৯ কিউসেক।    

ওয়ারপোর সাবেক মহাপরিচালক এনামুল হক বলেন, ১.৮২ কিউসেক পানি তুলে নেওয়ার যে চুক্তি হয়েছে সেটা তেমন কোনো ক্ষতি করবে না। ১২০ কিউসেক পানি আমাদের ছিল, সেটা এখন ৫০-এ নেমে এসেছে। কিন্তু ১.৮২ কিউসেক যদি হয় একটা পাম্পের জন্য, তাহলে ভারত অবৈধভাবে যে ৩৬টি পাম্প বসিয়ে পানি নিচ্ছে সে বিষয়ে কী ব্যবস্থা।

পাম্প নিয়ে ফেনী থেকে পানি তুলে নেওয়ার বিষয়ে যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্য বলছেন, এটি চুক্তি বহির্ভুত। কে এম আনোয়ার হোসেন অডিও বার্তায় বলেন, সরকারি পর্যায়ে এ ধরনের কোনো চুক্তি বা সিদ্ধান্ত নেই। তবে চুক্তি বহির্ভুত যে নদীগুলো আছে সেখানে এসব হয়ে থাকে। চুক্তির পর সেগুলো যেন আর না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আর ভবিষ্যতে সীমান্তবর্তী আরো ৭টি নদীর পানি বণ্টন চুক্তি হতে যাচ্ছে, তখন এগুলোর সমাধান হয়ে যাবে।

যৌথ নদী কমিশন জানাচ্ছে, ৭টি শর্তে এ পানি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। তবে দু'দেশের অভিন্ন নদী হিসেবে ফেনী নদীর যে পানি বণ্টন চুক্তি সেটি হবে ভবিষ্যতে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ১.৮২ কিউসেক পানি শুধুমাত্রই পানের জন্য বিধায় মানবিক ও প্রতিবেশীসুলভতাকে বিবেচনা করে তাতে সম্মতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির পরিমাণ হলো ১.৮২ কিউসেক যা কিনা পরিমাণে খুব সামান্য, যেখানে এক কিউসেক সমান ২৮.৩২ লিটার।

সূত্র: বিবিসি বাংলা 



 

Show all comments
  • Saiful Islam ১১ অক্টোবর, ২০১৯, ৭:১৮ পিএম says : 0
    বিরোধী দল সহ সাধারণ জনগণের উচিত যে কারণে মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে সে সকল চুক্তি থেকে সরকারকে পিছু হঠাতে বাধ্য করা !
    Total Reply(0) Reply
  • Osman Goni ১১ অক্টোবর, ২০১৯, ৭:১৮ পিএম says : 0
    প্রতিটি পাম্পে ২কিউসিক এর বেশি পানি উঠে, সেই হিসেবে পানির পরিমাণ আরো বেশি, তাও ধরে নিলাম ৭২ কিউসেক পানি তারা উঠিয়ে নিচ্ছে। ভরা মৌসুমে আমাদের সমস্যা না হলেও শুকনো মৌসুমে ফেনী নদীতে মাত্র ৫০ কিউসেক পানি প্রবাহিত হয়, সেক্ষেত্রে ভারতের এই বিরাট রকমের পানি চুরি আমাদের মরুভূমি উপহার দেয় প্রতি শীত মৌসুমে, ফলে আমাদের দেশের একাংশে প্রায় সময় ই ক্ষরার মত দূর্যোগ পরিলক্ষিত হয়।
    Total Reply(0) Reply
  • Sulaiman Islam Naeem ১১ অক্টোবর, ২০১৯, ৭:১৮ পিএম says : 0
    বন্ধু নিলে কি করার আছে।আর বলতে গিলে লাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। ভারত যেহেতু আমাদের খাঁটি বন্ধু সেহেতু আমরা খুশি। আমরা এমনি খুব মানবিক তাই মন খারাপ করি না
    Total Reply(0) Reply
  • Rumi Chy ১১ অক্টোবর, ২০১৯, ৭:১৯ পিএম says : 0
    আবরারের শোক কাটিয়ে উঠার সময় দিলে না ভারত
    Total Reply(0) Reply
  • Kibria Forkan ১১ অক্টোবর, ২০১৯, ৭:১৯ পিএম says : 0
    ২০০১ সালে তিনি ভারতের সাথে চুক্তি করেন নাই তাই ক্ষমতায় আসতে পারেন নাই তাহলে বাংলাদেশে ক্ষমতাই আসা বা না আসা এটা নির্ধারিত হবে মানুষের ভোটে নয় ,ভারতের ইচ্ছাই এটাই কি বুঝাতে চেয়েছেন ?
    Total Reply(0) Reply
  • সনজীব দফাদার ১১ অক্টোবর, ২০১৯, ৭:১৯ পিএম says : 0
    যাদের বাড়ি ফেনীর আশেপাশে তারা ভাড়া টাকা দিয়ে হলেও সকাল বিকাল দুইবার নদীতে হিসু করে যাবেন।
    Total Reply(0) Reply
  • Rayhan Uddin Jibon ১১ অক্টোবর, ২০১৯, ৭:১৯ পিএম says : 0
    Government should resign because they aren’t protecting our sovereignty,unable to defend our national interest
    Total Reply(0) Reply
  • Najim Uddin ১১ অক্টোবর, ২০১৯, ৭:২০ পিএম says : 0
    ভারতের সমালোচনা বা বাংলাদেশের পক্ষে কথা বলা মানে আওয়ামীলীগের গঠনতন্ত্রের বিরোধী যা বাংলাদেশ রাষ্ট্রদ্রোহীর শামিল ! সাধারণ জনগণকে একসঙ্গে জাগতে হবে !
    Total Reply(0) Reply
  • Nazmun Chowdhury ১২ অক্টোবর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    আমাদের কি কিছুই করার নেই? দেশের সম্পদের ওপর দেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে; প্রধানমন্ত্রীর যেমন অধিকার আছে তেমনি আমাদের সবার আছে। অধিকাংশ মানুষ যেখানে এই চুক্তিতে আপত্তি করছে সেখানে জনমতের বিপক্ষে গিয়ে এই মানবতা দেখানোর তাৎপর্য কি? আমরা সবই বুঝি তাই অহেতুক মিথ্যা দেশপ্রেম দেখানোর দরকার নেই।
    Total Reply(0) Reply
  • Nazmun Chowdhury ১২ অক্টোবর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    আমাদের কি কিছুই করার নেই? দেশের সম্পদের ওপর দেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে; প্রধানমন্ত্রীর যেমন অধিকার আছে তেমনি আমাদের সবার আছে। অধিকাংশ মানুষ যেখানে এই চুক্তিতে আপত্তি করছে সেখানে জনমতের বিপক্ষে গিয়ে এই মানবতা দেখানোর তাৎপর্য কি? আমরা সবই বুঝি তাই অহেতুক মিথ্যা দেশপ্রেম দেখানোর দরকার নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ