গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কাফরুল থানার মিরপুর সেকশন-১৩ এর একটি বাসা থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ওই এলাকার ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
মিরপুর ডিভিশনের ডিসি মোস্তাক আহমেদ জানান, নিহতরা হলো- বাইজিদ (৪৭), তার স্ত্রী অঞ্জনা (৪০) এবং তাদের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইজিদ তার স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ঋণের কারণে এ ঘটনা ঘটেছে কি না পুলিশ তদন্ত করে দেখছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।