Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১.৯ শতাংশ দারিদ্র কমেছে সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৪:৩৯ পিএম

উল্লেখযোগ্য হারে গেল কয়েক বছরে দারিদ্রেও হার কমেছে সিলেটে । এ সময়ে এ অঞ্চলে দারিদ্র কমার হার ১১.৯ শতাংশ। বিশ্ব ব্যাংকের ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। গেল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্ব ব্যাংক বলছে, ২০১০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন। তবে দেশের সব অঞ্চলে দারিদ্র কমার হার সমান নয় এবং কমার হারের গতিও শ্লথ। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে সিলেটে দারিদ্র্য হার ছিল ২৮ দশমিক ১ শতাংশ। ২০১৬ সালে এ হার নেমে আসে ১৬ দশমিক ২ শতাংশে। অর্থাৎ, এ সময়ের মধ্যে দারিদ্র হার কমেছে ১১.৯ শতাংশ। সিলেটে দ্রুতগতিতে দারিদ্র হার কমেছে বলে ওই প্রতিবেদনে উলে­খ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দারিদ্র

১৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ