গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সংগঠনের নিউমার্কেট থানা, ধানম-ি থানা, কলাবাগান থানা ও নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে একটি বিক্ষোভ বের হয়। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয়ে ঢাকা কলেজ অভিটুখে কিছুদূর গিয়ে শেষ হয়। ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতেও স্লোগান দেন। এসময় মিছিলে নিউমার্কেট থানা ছাত্রদলের নেতা কেএম চঞ্চল, রিয়াজুল হাসান রাসেল, ধানম-ি থানা ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকি, শফিউল ইসলাম সেতু, কলাবাগান থানা ছাত্রদলের সাব্বির চৌধুরী, আনোয়ার হোসেন, হাজারীবাগ থানা ছাত্রদলের মামুন এবং নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের মো: মারুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।