গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গত ২৮ জুলাই রাজধানীর ভূতের গলির বাসা থেকে নগদ ৮০ লাখ টাকাসহ পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি। ওই টাকা উদ্ধারের ঘটনায় দুনীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। এ মামলায় গত ১৫ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত পার্থ গোপাল বণিকের জামিন আবেদন খারিজ করে। এই আদেশের পর হাইকোর্টে জামিনের আবেদন করা হয়েছে।
এ অবস্থায় সাময়িক বরখাস্ত হওয়া সিলেটের সাবেক এই কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিকের করা জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। পার্থ গোপাল বণিকের আইনজীবীর আবেদনে এ আদেশ দেন আদালত।
পার্থ গোপাল বণিকের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী রবিবার সাংবাদিকদের বলেন, আমাদের আবেদনে আদালত জামিনের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আগামী ১৩ অক্টোবর আদালত খোলার পর অন্য কোনো বেঞ্চে জামিনের আবেদন উপস্থাপন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।