মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনের কমিউনিস্ট পার্টির ক্ষমতা গ্রহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে দেশটির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে ডংফেং-৪১ নামের বিশাল পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে দেশটি।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। ১৯৪৯ সালের এ দিনে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে।
সমরাস্ত্র প্রদর্শনের প্রধান আকর্ষণ ছিল ডংফেং-৪১ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কেননা প্রথমবার এটি জনসম্মুখে আসলো। ক্ষেপণাস্ত্রটি একই সঙ্গে দশটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একইসঙ্গে দশটি পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
ডংফেং-৪১ নামের পরামাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ওই ক্ষেপণাস্ত্রটি মাত্র ৩০ মিনিটের মধ্যে চীন থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে পারবে। ক্ষেপণাস্ত্রটি প্রতি ঘন্টায় ৭ হাজার ৬০০ মাইল বেগে চলতে পারে। যার মাধ্যমে পৃথিবীর অনেক দেশে সহজেই হামলা চালানো যাবে।
পনেরো হাজার কিলোমিটার পাল্লার ডংফেং-৪১ নামের এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। যার গতি শব্দের গতির চেয়ে ২৫ গুণ বেশি। চীনা ভাষায় ডংফেং শব্দের অর্থ হচ্ছে পূবালী বাতাস বা পূবের হাওয়া।
কুচকাওয়াজে ডংফেং নামের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ছাড়াও চীনের ১৫ হাজার সেনা, ১৬০টির বেশি যুদ্ববিমান এবং ৫৬৮টি সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়। এছাড়াও কুচকাওয়াজে সুপারসনিক ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং রোবট চালিত সাবমেরিন প্রদর্শিত হয়েছে।
তবে ডংফেং-৪১ ক্ষেপণাস্ত্রের উপস্থিতি সবকিছুকে ছাপিয়ে যায়। ডংফেং-৪১ নামের ক্ষেপণাস্ত্রের আগে চীন ডংফেং-৩১ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার পাল্লা ১১ হাজার ২০০ কিলোমিটার এবং এটিও যুক্তরাষ্ট্রে যেকোনো লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সূত্র : পার্স ট্যুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।